ইমাম হোসাইন,স্টাফ রিপোর্টার,কুমিল্লা: বিএনপি-জামায়াতে ইসলামীর একদফা দাবি আদায়ে সারা দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে গৌরীপুর-হোমনা সড়কে থেমে থেমে মহড়া দেয়।
মঙ্গলবার(৩১ অক্টোবর) দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদের নেতৃত্বে উপজেলার কড়িকান্দি বাজারে বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়,সকাল থেকে হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কে ব্যক্তিগত প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোন পরিবহন চলাচল করতে দেখা যায়নি। দিনব্যাপী অবরোধের পক্ষে কোনো মিছিল লক্ষ্য করা যায়নি। দূরপাল্লার তেমন কোনো বাস চলাচল করেনি।এবং উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ সর্তক অবস্থানে ছিল।
এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন,তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,বর্তমান সহসভাপতি শাহ আলম শান্তি,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,কুমিল্লা(উত্তর)জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.সারওয়ার হোসেন বাবু,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের-ই আলম প্রমুখ।
এছাড়াও মিছিলে নেতৃত্ব দেন,তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী মেম্বার,উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো:আল আমিন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া,যুবলীগের সভাপতি আওলাদ মুন্সি,সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তাঁরা, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম শিশির,জেলা(উত্তর) শ্রমিকলীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনেয়ারা বেগমসহ আওয়ামী লীগ,যুবলীগ,মহিলা লীগ,ও ছাত্রলীগের নেতাকর্মীরা।