ইমাম হোসাইন,স্টাফ রিপোর্টার,কুমিল্লা: কুমিল্লা তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে অবস্থিত বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনির নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৭ অক্টোবর)বেলা ১১ টায় ক্যাম্পাসের মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে,কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থী ও অতিথিদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর অনুষ্ঠান শুরুর পূর্বে একে একে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য (তিতাস) ও প্যানেল চেয়ারম্যান মু.দেলোয়ার হোসেন পলাশ।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রোমেন এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন,নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা।
সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া ও রকিব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম সরকার,মোঃ কামাল পারভেজ,মোঃ শাহজাহান মুন্সী,মোঃ নাসির উদ্দীন মাসুম, মোঃ বশিরুল ইসলাম,মোঃ তাজিরুল ইসলাম,মোঃ রুবেল মিয়া,মোঃ আলী আজগর ও মোঃ শেখ নবী।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের গান, নাচ,কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।