ইমাম হোসাইন,কুমিল্লা:কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(৭ নভেম্বর) বিকালে উপজেলার কালাই গোবিন্দপুর ‘স্বপ্ন পূরন’ ট্রেডার্সের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। বাতাকান্দি আসমানিয়া সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কার্যায়ল এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুবলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান ও নাজমুল হাসান কিরনের সঞ্চালনায়,এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার,ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানহার সরকার, উপজেলা যুবলীগ নেতা সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।