ইমাম হোসাইন,স্টাফ রিপোর্ট,কুমিল্লা:কুমিল্লা তিতাসের চোরাই সিএনজি চালিত অটোরিকশা চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে তিতাস থানা পুলিশ। গতকাল রাতে তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম,এএসআই রিপন ও তার সঙ্গীও ফোর্স নিয়ে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা চালিয়ে আন্তঃ জেলা ৪ চোরচক্র সদস্যকে আটক করে।
আটকৃরা হলো,উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম প্রকাশ সজল (২৩)মৌটুপী গ্রামের ফজর আলী সিকদারের ছেলে মোঃ শাকিব(২২) মোঃ বোরহান (২২) লালপুর গ্রামের মাছুম(২৪)
আটকদের তথ্যের ভিত্তিতে গতকাল রাতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা এলাকা থেকে চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
জানা যায়,গত ২১ অক্টোবর উপজেলা মাছিমপুর এলাকা থেকে সিএনজি চুরি হয়ে যায়। এই ঘটনায় সিএনজির মালিক মিজানুর রহমান তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাসের নির্দেশে অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,বর্ণিত আসামীদের বিধি মোতাবেক আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।