ইমাম হোসাইন,স্টাফ রিপোর্টার,কুমিল্লা: কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জের ধরে লোহার পাইবরেন্সের আঘাতে স্ত্রীর প্রাণ কেড়ে নিলো স্বামী। স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর লাশের পাশেই বসে ছিল ঘাতক স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫অক্টোবর) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামের সরকার বাড়ীতে। নিহত আঁখি আক্তার (২২) লালপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান হবি সরকারের রাস্তায় পাওয়া পালিত মেয়ে। ঘাতক স্বামী সাইফুল ইসলাম মিন্টু (৪২) লালপুর গ্রামের সরকার বাড়ীর মৃত আ: হাকিম সরকারের ছেলে।
জানা যায়,আনুমানিক পনেরো বছর পূর্বে আখিকে গৌরীপুর বাজারের গোমতী ব্রিজের দক্ষিণ পাড় থেকে কুড়িয়ে পায় হাবিবুর রহমান হবি। আখিকে লালন পালন করে ২০১৯ সালে ২/৩ লাখ টাকা খরচ করে মিন্টুর নিকট বিয়ে দেয়।আখির জন্ম স্থান উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামে সে ওই গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরের ভিতরের দরজা আটকিয়ে স্বামী সাইফুল ইসলাম মিন্টু(৪৩) স্ত্রী আঁখি আক্তারকে (২২) লোহার পাইবরেন্স দিয়ে সজোরে একাধিকবার মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করে লাশের পাশেই বসে ছিল ঘাতক স্বামী।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী মিন্টুকে আটক করে তিতাস থানা পুলিশ।
এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস সাংবাদিককে জানানপারিবারিক কলহের জের ধরেই স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য লাশ কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করেছি। নিহতের বড় ভাই শাকিবুল হাসান বাদী হয়ে এজাহার দিয়েছে। আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। তদন্ত কার্যক্রম চলছে।