স্টাফ রিপোর্টার:ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএস আর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে দিন ব্যাপী উপজেলার কৃষি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয় । আজ মঙ্গলবার দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দাউদকান্দি উপজেলার প্রায় ৮০ জন প্রান্তিক পর্যায়ের কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ এর আওতায় দাউদকান্দি উপজেলায় ১,০০০ টি বৃক্ষরোপণ কর্মসূচী এবং কুমিল্লা জেলার ১৭টি উপজেলার প্রায় ৬০০ কৃষি উদ্যোক্তার প্রশিক্ষন কর্মসূচী,৭০ জন কৃষি উদ্যাক্তাদের নিয়ে কারিগরিদক্ষতা উন্নয়নে ১ম বিশেষ প্রশিক্ষন ওভরসার নতুন জানালা হেলথ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলায় কারিগরি ২য় প্রশিক্ষন কর্মসূচীর ব্যবস্থা করা হয়। কৃষি সম্প্রসারণের লক্ষ্যে প্রশিক্ষনে উপস্থিত সকল কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণের পাশাপাশি প্রতি প্রশিক্ষনার্থীকে দুই হাজার টাকার বিভিন্ন ধরনের ধান ও ভূট্টা বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইঁয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান,ইউসিবি পিএলসি মেঘনা ঘাট শাখার ব্যবস্থাপক এস. এম মুদাচ্ছির রহমানসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপব জানান, ভরসার নতুন জানালা নামক কর্মসূচির আওতায় দেশের দক্ষিণে অবস্থিত পাহাড়ি জনপদ থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় জেলা পর্যন্ত দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণে বিনা মূল্যে ধান ও ভূট্টা বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়। এছাড়া ও এই প্রকল্পের আওতায় ভবিষ্যতে মডেল উপজেলায় প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে কৃষি সামগ্রী,গবাদি পশুর জন্য ফ্রি হেলথ ক্যাম্প ও ভ্যাক্সিনেশন, ওষুধ সামগ্রী ইত্যাদি বিতরণ করা হবে। পাশাপাশি ৭০ জন কৃষক কে বিনা মূল্যে জৈব সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কৃষককে তাদের চাহিদা অনুসারে কৃষি যন্ত্রপাতি বিনা মূল্যে দেওয়া হবে।