
মোঃমেহেদী হাসান,স্টাফ রিপোর্টার: নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।
আলোচনা সভায় ইউপি সচিব,দাউদকান্দি পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মোঃ জামান,বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী,পরিদর্শক,ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী,ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।