স্টাফ রিপোর্টার:কুমিল্লা দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামির নাম রায়হান(৩৮)। সে দাউদকান্দি পৌরসভার উত্তর নসরুদ্দি ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দিবাগত রাত ৫ টায় পশ্চিম মাইজপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রবের বাড়ির গলি থেকে অপরাধ সংঘঠনের সময় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ রায়হানকে গ্রেফতার করে।
মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মোজাম্মেল হক জানান, ধৃত আসামি রায়হানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এই আসামি রায়হানের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় ডাকাতি, দস্যুতা ও মাদকসহ পূর্বের ৭টি মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন।