স্টাফ রিপোর্টার:অবরোধবিরোধী মিছিল করেছে দাউদকান্দি পৌরসভা আওয়ামী যুবলীগ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ।
রোববার( ৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য সিএম ওমর ফারুকের নেতৃত্ব্যে মোটরসাইকেল মহড়ায় বিএনপির অবরোধ কর্মসূচি প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে মোটরসাইকেলে করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে ইলিয়টগঞ্জ এলাকা পর্যন্ত মহড়া দেন।
সেখান থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার প্রায় ১৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।