
স্টাফ রিপোর্টার:কুমিল্লা দাউদকান্দিতে যুবলীগের অবরোধ বিরোধী মহড়া অনুষ্ঠিত হয়।
রোববার( ৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য সিএম ওমর ফারুকের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহড়ায় বিএনপির অবরোধ কর্মসূচি প্রতিহত করতে দাউদকান্দি টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ হয়ে পুনরায় দাউদকান্দি টোলপ্লাজায় আসেন। এতে অংশগ্রহন করেন দেশসেরা উপজেলা চেয়ারম্যান ও
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। এ সময় সাথে ছিলেন
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া।
বিক্ষোভ মিছিল শেষে মোটরসাইকেলে করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে প্রায় ১৭ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন পয়েন্টে মহাসড়কে পাহারারত নেতাকর্মীদের দিক নির্দশনা পদান করেন মেজর সুমন।