নিজস্ব প্রতিবেদক:সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগীদের নিয়ে মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর বাজারের ঈদগাহ মাঠে সরকারেরর সামাজিক সুরক্ষার আওতায় উপকার ভোগীদের সাথে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১ দাউদকান্দি- তিতাস এর মাটি ও মানুষের নেতা মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূইয়া এমপি। তিনি বলেন
জননেত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে এক অনন্ত দৃষ্টান্ত। শেখ হাসিনা আজ ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার হাতেই একমাত্র বাংলাদেশ নিরাপদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনেনত্রী শেখ হাসিনাকে আবারও ৪র্থ বারের মতো নির্বাচিত করতে নৌকায় ভোট দেয়ার উদার্ত আহ্বান জানান।
তিনি আরোও বলেন, ‘সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে গরীব অসহায়দের বিভিন্ন ভাতা প্রদান করে যাচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দিচ্ছে।
টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, তেল ও চিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত দেশের অধিকাংশ মানুষ, কেউ সরাসরি উপকৃত হয় কেউ বা পরোক্ষভাবে।
তিনি আরো বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এমিপ মহোদয়ের সহধর্মীনী মাহমুদা ভুইঁয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কামাল উদ্দিন আহমেদ, দেশ সেরা উপজেলা চেয়ারম্যান মেজর অব মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বাসুদেব ঘোষ।
বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান ইকতার মেম্বারের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া। উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলালীগ সভাপতি জেবুন নেছা জেবু প্রমূখ।