
মোঃ জসিম-দিনাজপুর জেলা◼️
দিনাজপুরের বিরলে কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর চাষাবাদকে ত্বরান্বিত করতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রযুক্তি নির্ভর কৃষি হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থার চাবিকাঠি। এই মেলার মাধ্যমে কৃষকরা হালনাগাদ প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও কী-নোট স্পিকার আবুরেজা মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, “মেলায় কৃষিতে উদ্ভাবিত সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যা একজন সাধারণ কৃষককে হয়ে উঠতে পারে একজন দক্ষ উদ্যোক্তা।”
মেলায় স্থান পেয়েছে:
উচ্চমূল্য সবজি ও ফলের স্টল, যেখানে টমেটো, ড্রাগন, কুল, মাল্টা, চালতা, আতা, পেঁপে সহ ৪০টিরও বেশি প্রজাতির ফল-সবজি প্রদর্শিত হচ্ছে
মডেল কৃষি বাড়ি, যেখানে এক ছাদের নিচে বেড পদ্ধতিতে সবজি চাষ, পুকুরপাড় ব্যবস্থাপনা, মিশ্র ফল বাগান, ভার্মিকম্পোস্ট চেম্বারসহ চাষের উপযোগী বাস্তব পরিবেশ তৈরি করা হয়েছে
ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি ও মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব বালাইনাশক ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার সম্পর্কিত তথ্য পোস্টার ও বাস্তব প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে
কৃষি তথ্য প্রযুক্তি স্টল, যেখানে কৃষকদের জন্য মোবাইল অ্যাপস, কল সেন্টার নম্বর, কীটনাশকের রং চিহ্ন এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার তুলে ধরা হয়
এ ছাড়াও রয়েছে নিরাপদ ফসল উৎপাদন স্টল, যেখানে মালচিং পদ্ধতিতে চাষাবাদসহ আধুনিক জৈব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
এই মেলা শুধু কৃষকদের উৎসাহিত করছে না, বরং নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা। প্রদর্শনী ২ জুলাই পর্যন্ত চলবে। স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে প্রদর্শনীটি।
আধুনিক কৃষিকে সামনে রেখে এমন আয়োজন কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।