মো: ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:আজকের অবরোধ দিনাজপুরের বিরামপুর উপজেলায় যান চলাচলে স্বাভাবিক ও মানুষের কাজকর্মে কোন প্রভাব পড়ে নাই।
দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। ব্যক্তিগত যানবাহন চলাচলও ছিল খুবই কম। তবে লোকাল বাস চলাচল করতে দেখা গেছে।
বিরামপুরের ব্যস্ততম ঢাকা মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। মহাসড়ক জুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা,ভ্যান এবং সিএনজি চলাচল করতে দেখা গেছে। লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন , অবরোধকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।