
ধর্মপাশা প্রতিনিধি: ধর্মপাশা বাদশাগঞ্জ একাদশ ও দিরাই একাদশ ফুটবল টুর্নামেন্ট ২৪–১০–২৩ বিকাল ৫ ঘটিকায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে, উক্ত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি খাইরুল বসর ঠাকুর খান এর সভাপতিত্বে, ও আরো উপস্থিত ছিলেন, সেলবরস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান ,সেলবরস ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক সাগর মিয়া , ও আরো অনেকেই, বাদশাগঞ্জ একাদশ বনাম দিরাই একাদশ খেলায় প্রতিযোগিতা দিরাই একাদশকে ১–৩ গোলে হারিয়ে বাদশাগঞ্জ একাদশ দলটি জয়লাভ করে।