মোঃ আইয়ুব আলী,বিশেষ প্রতিনিধিঃ গত (৩ অক্টোবর) মঙ্গলবার দি ডেইলি স্টার পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘‘Poet assaulted in Kurigram’’ শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে দেন। বিবৃতিতে তিনি বলেন,
গত ৩ অক্টোবর দি ডেইলি স্টার পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘‘Poet assaulted in Kurigram’’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জামায়াত যে কারো স্বাধীন মত-প্রকাশে বিশ্বাস করে। জামায়াতে ইসলামী হামলা বা আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করে না। ডেইলী স্টারে প্রকাশিত খবরের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। কোনো নির্ভরযোগ্য তথ্য ছাড়াই কুড়িগ্রামে একজন কবির ওপর হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে সংবাদ পরিবেশন করা অত্যন্ত দুঃখজনক। এটি সংবাদপত্র নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।
আমরা আশা প্রকাশ করছি দি ডেইলি স্টার পত্রিকা কর্তৃপক্ষ অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন। বলে বিবৃতি দেন।