আইয়ুব আলী,বিশেষ প্রতিনিধি: গত ১০ বছর যাবৎ জামাতে ইসলামী রাজনীতিক সুবিধা অর্জন করতে পারছে না এবং ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি সমাবেশের পর আর কোন সমাবেশের অনুমতি না পাওয়ায় তাদের শক্তি জানান দিতে পারছে না। এদিকে ঘনিয়ে আসছে নির্বাচন।
একাধিক বিভাগ ও জেলাগুলোতে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়েও প্রশাসনের কাছ থেকে অনুমতি না মেলায় বারবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে শান্তিপূর্ণ সমাবেশ করার আশায় এখন পর্যন্ত রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আছে।
গত কয়েকদিন যাবৎ জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ঢাকা সহ বিভিন্ন মহানগরীতে বিক্ষোভ মিছিল করে তাদের শক্তি জানান দিয়েছে।
আজ (১৫ অক্টোবর ) সকাল ৯.৪৫টায়
বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নুরুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
কেয়াটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন ও ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিনসহ কারাগারে আটক সকল বিরোধী দলীয় নেতা-কর্মী,এবং আলেম-উলামাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইত্তেফাক মোড়ে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নুরুল ইসলাম বুলবুল।
এ সময় নুরুল ইসলাম বুলবুল বলেন মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী অতীতের ন্যায় এবারও রাজপথে আছে অধিকার আদায় না হওয়া পর্যন্ত এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী রাজপথে আছে থাকবে ইনশাআল্লাহ।
এবং অধিকার আদায়ে রাজপথে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে প্রচেষ্টা করার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করেন।