মোঃ আমিনুল হক,নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা সদর থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে আদালতে ৫০ লক্ষ টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত দারগা মিয়ার পুত্র সাংবাদিক মো: বাদল আহমেদ। মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মৃত রমুজ উল্লাহর পুত্র মো: আলাউদ্দিন (৬৫), ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মৃত জরিপ উল্লার পুত্র মো: সেলিম মিয়া তালুকদার এই ২ জন মিলে পরস্পর যোগসাজসে নবীগঞ্জে পত্রিকা প্রকাশের আড়ালে ব্ল্যাক মেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারনামূলক কাজে জড়িত। উল্লেখিতরা সাংবাদিক সহ নিরিহ লোকজনকে পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানহানী করার হুমকি দিয়ে চাঁদাবাজি করার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। মামলার বাদী বাদল আহমেদ তাদের অপকর্মের প্রতিবাদ করলে মামলার আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। মামলায় বাদী বাদল আহমেদ আরো উল্লখ করেন, তিনি পেশায় একজন সাংবাদিক ও ইলেক্ট্রিশিয়ান। এবং বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা সনদধারী। অথচ সময় পত্রিকার সংবাদে বলা হয়েছে বাদী মোবাইল চোর ও ৫ম শ্রেণী পাশ। এতে বাদীর ৫০ লক্ষ টাকার মানহানী হয়েছে বলে মামলায় অভিযোগ করেন। মামলায় বাদী বাদল আহমেদ আরো বলেন, তার বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্ত নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র সাংবাদিক বলেন ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার পত্রিকা দিয়ে ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে তদবির সহ নানা অপকর্মে চালিয়ে যাচ্ছেন। এমনকি সাংবাদিক ও রেহাই পাননি। মামলার বাদী প্রতিনিধি কে জানান আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের সু দৃষ্টি আকর্ষণ করছি!!
শিরোনামঃ
নোটিশঃ
দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ (২) জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর মামলা
- Reporter Name
- Update Time : ০১:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- ১৫৫ Time View
Tag :
Popular Post