নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুরে মেধাবী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেছেন প্রফেসর ডাঃ এম.এ জামান পরিবার। প্রতি বছর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভুমিকা রাখছে স্বনামধন্য এই প্রফেসর ডাঃ এম.এ জামান পরিবারটি ।
শনিবার ( ২১ অক্টোবর ) সকাল ১১.০০ ঘটিকায় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রাপ্ত ২০২৩ এর শিক্ষার্থীদের পুরস্কারের নগদ অর্থ বিতরণ হয়।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৮টি প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর প্রমোদা সুন্দরী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,সার্বিক সহযোগিতায় ছিলেন ৬৫নং চকহরিচরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাইফুর রহমান। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।