রবি মিয়া,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এক যুবককে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গতকাল শনিবার বাদশাগঞ্জ বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন মোঃ টিটু মিয়া নামে এক অভিভাবক ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ০৩ নভেম্বর রোজ শুক্রবার সন্ধায় আমার পুত্র মোঃ ওহিদুল (২২) ব্যবসায়িক মালামাল ক্রয়ের উদ্দেশ্যে মাটিকাটা হতে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও সাথে থাকা একটি এন্ড্রয়েড সেট নিয়ে বাদশাগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন । তিনি বাদশগঞ্জ বাজারের খেলার মাঠের পশ্চিম কোনায় পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা চার যুবক থাকে ধারালো অস্ত্র দিয়ে উপুরি যুপুরি আগাত করে রক্তাক্ত করে । তার সাথে থাকা নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও সাথে থাকা একটি এন্ড্রয়েড সেট নিয়ে পালিয়ে যায় । যুবকরা হলো মোঃ আরিফ (২৪), পিতাঃ মাহবুব, শহীদুল (২২), পিতাঃ চান মিয়া মুন্সি, তরিকুল (২৩), পিতাঃ আলী আকবর, আরমান(২৫), পিতাঃ দুলা মিয়া, সর্বগ্রামঃ মাটিকাটা, সকলেই ধর্মপাশা উপজেলার ।
ভিকটিম মোঃ টিটু মিয়া ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মোঃ ওহিদুল ইসলামের ছেলে । তিনি বর্তমানে ধর্মপাশা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
অভিযোগের বিষয়ে শহিদুল জানান, ওহিদুল আমার বন্ধু । আমাদের মাঝে হালকা মারধরের ঘটনা ঘটেছে। তবে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও এন্ড্রয়েড সেট ছিনিয়ে নেওয়ার বিষয়টি মিথ্যা ।
সংবাদ সম্মেলনে মোঃ টিটু মিয়া প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন । সাথে ঐ চার যুবককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীর পাশাপাশি টাকা ও মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান ।
শিরোনামঃ
নোটিশঃ
ধর্মপাশায়,বাদশাগঞ্জ বাজারে মারধর করে নগদ দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া অভিযোগে সংবাদ সম্মেলন
- রবি মিয়া
- Update Time : ০৭:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- ৩০৮ Time View
Tag :
Popular Post