
রবি মিয়া,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এ উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ,কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি শাফায়েত হোসেন লিটনের
সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এছাড়া বক্তব্য দেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদ,সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ , শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদার প্রমুখ ।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় শ্রমিক লীগের উপজেলা, ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।