
রবি মিয়া,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ” সমবায়ে গড়ছি দেশ র্স্মাট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্ধ বিষয়কে সামনে রেখে শনিবার সকাল ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ধর্মাপাশা উপজেলা সমবায় বিভাগ এর আয়োজন করে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান ও পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সমবায় অফিসার শরিফ আহমেদ।
এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান,ধর্মপাশা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।