রবি মিয়া,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু চত্বর হইতে গাছতলা বাজার বাজার পর্যন্ত নেত্রকোনা সড়ক জনপথের রাস্তাটি বেহাল দশা শতশত গর্ত, পিচডালাই উটেগিয়ে সুড়খি বের হয়ে এসেছে, প্রতিদিন ঘটছে দূর্ঘটনা জনগন রোগীদের জন দুর্ভোগ হয়ে চরম ভোগান্তির শিকার হথে হচ্ছে। ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের হাসপাতাল চত্বরের রাস্তার বেহাল দশার জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও পরিজনেরা। তার উপরে বর্ষায় ভোগান্তি আরও বেড়েছে।
উপজেলার ২ লাখ মানষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । সম্প্রতি হাসপাতালটি ৩০ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত হয়েছে । জনগুরুত্বপূ্র্ণ হাসপাতালটিতে ১০ ইউনিয়নের মানুষ সেবাগ্রহন করে। তাছাড়া হাসপাতালকে কেন্দ্র করে হাসপাতালের সামনে গড়ে উঠা ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পোহাতে হয় চরম দু্র্ভোগ।
প্রত্যক্ষর্শী ও স্বানীয়সূত্রে জানা যায়,ধর্মপাশা থেকে গাছতলা বাজার ও হাসপাতালের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা । উপজেলার বঙ্গবন্ধু চত্বর হতে হাসপাতাল গেটের সম্মুখে আনুমানিক ১ কিলোমিটার রাস্তা জায়গায় জায়গায় গর্ত অনেক বেশি । তার উপর বর্ষার জলাবদ্ধতা চিকিৎসাগ্রহিীদের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে ।
বারবার হোঁচট খাওয়া, ঝাঁকুনি বা আশঙ্কাজনক রোগীর অক্সিজেনের নল খুলে যাওয়ার মতো ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। ঝাঁকুনির জেরে অস্ত্রোপচার হওয়া রোগী অথবা প্রসূতির বড় বিপদ হতে হয়। তাই এলাকাবাসীর দাবী মোহনগঞ্জ থেকে নেত্রকোনা রাস্তা যেভাবে হয়েছে, আমরা চাই ধর্মপাশা থেকে গাছতলা বাজার পর্যন্ত সড়কটি আওয়ামী লীগ সরকার অতি তাড়াতাড়ি করে দেওয়ার জন্য।
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম জানান, আমাদের হাওর অঞ্চলের শতশত গ্রাম থেকে মানুষ উপজেলার একমাত্র হাসপাতালটিতে চিকিৎসা নিতে নানা দুর্ভোগের শিকার হয় । রাস্তায় দীর্ঘ জ্যাম তৈরি হয় । অনেক যানযাহন দুর্ঘটনার শিকার হয় প্রতিদিন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মোনতানশির বিল্লাহ (নীলিম) জানান, এ বিষয়ে আমার কারো সাথে কথা হয়নি । আজকেই বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে অবহিত করবো।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর ভারপ্রাপ্ত দায়িত্ব থাকা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান বলেন, এই বিষয়টি জেলা সমন্যয় সভায় বলেছি, এই সড়কটি নেত্রকোনা সড়ক জনপথের অধিনে থাকায়, সুনামগঞ্জ সড়ক জনপথ কাজ করথে পারছেনা। আমরা চেষ্টা করছি অচিরেই এর সমাধান হবে।
নেত্রকোণা জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন জানান, দু’ একদিনের মধ্যে রাস্তায় ইট বসানোর কাজ করা হবে । রাস্তাটি টেন্ডার হওয়ার অপেক্ষায় । টেন্ডারের মাধ্যমে অচিরেই সমস্যা সমাধান করা হবে।