আরমান হোসেন খান,
উপজেলা প্রতিনিধি,ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ ছাত্র আল – আমিন ( ১৯ ) এর লাশ নিমেরটেক বিল থেকে উদ্ধার করা হয়েছে । গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া পাকা রাস্তার দক্ষিণ পাশের বিল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ । মৃত আল – আমিন ধামরাই সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে । সে আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র । সে লেখাপড়ার পাশাপাশি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতো । জানা গেছে , প্রতিদিনের ন্যায় গত রোববার সকালে নিজ বাড়ি থেকে কলেজে না গিয়ে কারখানায় কাজে যাওয়ার কথা বলে বের হয় । কিন্তু সে আর রাতে বাড়ি ফেরেনি । এ সময় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয় ।
পরদিন সকালে নিমেরটেক বিলে তার লাশ ভাসছে দেখে এলাকাবাসী । পরে তারা ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ।
ধামরাই থানার উপ-পরিদর্শক ( এসআই ) সাখাওয়াত হোসেন বলেন , খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে । ভিকটিমের নাকে রক্ত ছিল , তবে গায়ে আঘাতের কোনো চিন্হ নেই বলে জানান তিনি । নিহতের পরিবারের দাবি – কেউ তাকে খুন করে লাশটি বিলে ভাসিয়ে দিয়েছে । তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার জানান , মরদেহ উদ্ধার করা হয়েছে । মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে এবং এ ঘটনায় ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে ।