মাহদি হাসান,নকলা (শেরপুর):‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’
এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ০৪ নভেম্বর শনিবার সকালে নকলা থানা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার,
নকলা-নালিতাবাড়ি ট্রাফিক জোনের (টিআই) সালমান খান রাজন, উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ,
ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ও কামরুজ্জামান গেন্দু, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ,পুলিশ সদস্য ও পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেয়।
উল্লেখ্য, পুলিশ জনগণের বন্ধু। সামাজিক অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।