মাহদি হাসান,নকলা (শেরপুর):মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধে শতভাগ নিরাপদ প্রসব সেবার লক্ষ্যে শেরপুরের নকলায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দুধেরচর গ্রামে নির্মিত হাসপাতালটি মঙ্গলবার ৩১ অক্টোবর দুপুরদিকে শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ দিদারুল আল-আমিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, এমপি।
পরিবার পরিকল্পনা শেরপুর উপ-পরিচালক মো: রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজ, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকার আবু রায়হানসহ অন্যরা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম
সরওয়ার্দী বাবু জানান, এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপজেলা পর্যায়ের হাসপাতালের ন্যায় সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন রোগীরা। যেখানে ২৪ ঘন্টা গর্ভবতী মায়েদের নিরাপদ জরুরী প্রসূতী সেবা, নবজাতক শিশু সেবা, ক্লিনিক্যাল পরিক্ষা ও পরিবার পরিকল্পনা সেবাসহ স্বাস্থ্য শিক্ষা বিষয়ক পরামর্শ ও ওষুধ দেয়া হবে।