
নরসিংদী (সদর) প্রতিনিধি: নবনির্মিত শিবপুর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম এর শুভ উদ্বোধন করেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।
এসময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহসিন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহ সভাপতি আজিজুর রহমান (ভুলু মাস্টার), নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ফরহাদ আলম ভূঁইয়া, আলমগীর হোসেন মৃধা (আঙ্গুর), উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমীর হোসেন, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।