
আল-আমিন⬛নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন নরসিংদী মাদক কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সামছুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম। অভিযানে বিভাগীয় স্টাফরাও অংশ নেন।
শিবপুর মডেল থানাধীন শাহাপুর (পাটুয়ার পাড়) ৯ নং ওয়ার্ডের আসামীদের নিজ দখলীয় দক্ষিণ দুয়ারী উত্তর ভিটির বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় আউয়াল ভূঁইয়া (৫০) ও সামসুন নাহার (৪০) নামের দুই ব্যক্তিকে ৪৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী শিবপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।