
আল আমিন– নরসিংদী◾
নরসিংদীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনটি হয়ে ওঠে এক মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসেন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এবং সিনিয়র সচিব মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
দিনব্যাপী আয়োজনে কাব্য পাঠ, প্রবন্ধ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনসহ ছিল নানা আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে দুই মহাকবির সাহিত্যচর্চা ও জীবনদর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং জাতিসত্তা গঠনে তাঁদের অবদানকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীসহ উপস্থিত সকলে সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন এবং আয়োজকদের প্রশংসা করেন।