
আল আমিন–নরসিংদী◼️
নরসিংদী শহরের প্রাণকেন্দ্র ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় নদী বাংলা কনস্ট্রাকশনের নতুন আবাসন প্রকল্প ‘দক্ষিণের হাওয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেড, ঘোড়াদিয়া, নরসিংদীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক, নদী বাংলা গ্রুপের অন্যান্য পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ফ্ল্যাট ক্রেতাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মনজুর এলাহী বলেন, “সঠিকভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। আমরা শুধু আবাসন নয়, একটিকে পরিপূর্ণ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।”
উল্লেখ্য, নদী বাংলা কনস্ট্রাকশন ইতিপূর্বে নরসিংদীতে একাধিক আবাসন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। ‘দক্ষিণের হাওয়া’ প্রকল্পটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বহুতল ভবন প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা নদী বাংলা কনস্ট্রাকশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এর আগের প্রকল্পগুলোর মান ও সময়মতো কাজ সম্পন্ন হওয়ায় নতুন প্রকল্পেও তাদের আস্থা বেড়েছে।
এ ধরণের মানসম্মত আবাসন প্রকল্প নরসিংদী শহরের আধুনিকায়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।