নরসিংদী (সদর) প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক ও সহকারী চাপা পড়ে নিহত হন।
নিহত তিনজন কাভার্ডভ্যানের চালক ও সহকারী। নিহতদের নাম পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুদ্দিন।
বৃহস্পতিবার ভোরে বেলাব উপজেলার নারায়নপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।