
এইচ এম জাকির হুসাইন– নিজস্ব প্রতিবেদক◼️
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কক্ষে লাইসেন্স নবায়ন করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন শাহিন আলম (৩৮) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ী।
বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহিন আলম স্থানীয় চরাঞ্চলের একজন পরিচিত ও জনপ্রিয় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন আলম তার দোকানের লাইসেন্স নবায়নের জন্য ইউনিয়ন পরিষদে যান। কার্যক্রম চলাকালীন সময়েই কোনো এক পর্যায়ে পরিষদের কক্ষেই দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।