
আল আমিন–নরসিংদী◼️
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পূর্ণবাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ছাত্রছাত্রী ও কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ করেছে নরসিংদী সদর উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। অন্যদিকে কৃষকদের মাঝে বিভিন্ন মৌসুমের বীজ ও প্রয়োজনীয় সার তুলে দেন অতিথিরা।
এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি চর্চা এবং পরিবেশ সচেতনতায় তরুণদের সম্পৃক্ত করতেই মূলত ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্ত করা হয় বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।
বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী সদর। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় কৃষক, ছাত্রছাত্রী ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।