আশরাফুল আলম,বিশেষ প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার পরিষদের উন্নয়ন তহবিল এর আওতায় বিভিন্ন বিদ্যালয় চেয়ার টেবিল ও বেঞ্চ সরবরাহ করা হয়।উপজেলা পরিষদ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর ১ আসনের মাননীয় সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জনাব মো:আফতাব উদ্দিন ভূঁইয়া।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার জনাবা, মোসা: আসমা সুলতানা নাসরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার শিক্ষা অফিসার জনাব,মো: রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জনাব, মো: শাহা আলম, মাধবদী থানার অফিস ইনচার্জ, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক,এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ও অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতাকর্ম।
নরসিংদী সদর উপজের পরিষদ এর উন্নয়ন প্রকল্পের আওতায় , সদর উপজেলাধীন , ভেলানগর নজরপুর , ফারুক আজিজ ও ১৪নং দাসপাড়া প্রথমিক বিদ্যালয় এবং বীরপুর প্রথমিক বিদ্যালয় এবং বানিয়াছল বীর মুক্তিযুদ্ধা শহীদ সাত্তার রেলওয়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চেয়ার টেবিল ও বেঞ্চ সরবরাহ করা হয়।