
মোঃ শিমুল হক–চাঁপাইনবাবগঞ্জ◼️
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী খাস পুকুর ‘সুতিহার দিঘি’র লিজ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার বরেন্দা গ্রামের হিন্দু-মুসলিম নারী-পুরুষের আয়োজনে নাচোল বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
প্রায় ৩০ বিঘা আয়তনের ঐতিহ্যবাহী এই পুকুরটি দীর্ঘদিন ধরে বরেন্দা মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে লিজ ছিল। স্থানীয় মুসলিমদের মসজিদ, গোরস্থান, ঈদগাহ এবং হিন্দুদের মন্দির, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত হতো এ পুকুরের মাছ ও আয়ের অংশ।
সম্প্রতি বাংলা ১৪৩২ সনের জন্য তিন বছরের মেয়াদে পুকুরটির পুনঃলিজের আবেদন আহ্বান করে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি। এতে বরেন্দা মৎস্যজীবী সমিতির পাশাপাশি প্রায় ২২ কিলোমিটার দূরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবী সমবায় সমিতিও আবেদন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সমিতিকে উপেক্ষা করে লিজের নীতিমালা ভঙ্গ করে সিন্ডিকেটের প্রভাবে দূরের সমিতিকে লিজ দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, এ সিদ্ধান্তে নেপথ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী প্যানেলের সাবেক কাউন্সিলর আকবর আলী।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ আতাউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের নেত্রী বিচিত্রা তীর্কি, সাংগঠনিক সম্পাদক সুভাষ হেমরোম, জাতীয় যুব সংহতির সহিদুল ইসলাম, গ্রামবাসী নূরনবী মাস্টার ও সমিতির সদস্য তাজুদ্দীন ফটিক।
প্রায় পাঁচ শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, “এটি জেলা প্রশাসনের সিদ্ধান্তাধীন বিষয়। প্রয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রামবাসী অবিলম্বে পুকুরটির লিজ বাতিল করে স্থানীয় সমিতির অনুকূলে পুনরায় বরাদ্দ দেওয়ার দাবি জানান।