মোঃ শিহাব উদ্দিন টোকন,নাটোর প্রতিনিধি: নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফারাজী আহম্মদ রফিক বাবন সভাপতি ও যমুনা টেলিভিশনের নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর ২০২৩) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের ৪০ জন সদস্য ভোট দেন।
দুপুরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শামিমা আক্তার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ।
নির্বাচনে সভাপতি পদে ফারাজী আহম্মদ রফিক বাবন ২৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম বাপ্পী লাহেড়ী ১৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের নাজমুল হাসান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ১৭ ভোট পান।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি খবরপত্রের এনামুর রহমান চিনু, জুনিয়র সহসভাপতি যুগান্তরের শহীদুল হক সরকার, যুগ্মসাধারণ সম্পাদক এসএ টিভির মোস্তাফিজুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ গাজী টিভির কামরুজ্জামান দেলোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেয়ার বিজের তাপস কুমার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নয়া শতাব্দীর এম এম আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক উত্তর কণ্ঠের মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য জনদেশের এবিএম মোস্তফা খোকন, দুরন্ত সংবাদের আব্দুস শাকুর মধু, দীপ্ত টিভির সাহেদুল আলম রোকন ও ঢাকা প্রতিদিনের গোলাম গাউস নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সদস্যদের দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শিরোনামঃ
নোটিশঃ
নাটোর প্রেসক্লাবের সভাপতি বাবন-সম্পাদক নাজমুল
- Reporter Name
- Update Time : ১০:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- ১৩৮ Time View
Tag :
Popular Post