নিজস্ব প্রতিবেদক:ময়মনসিংহে নান্দাইল উপজেলায়, কানারামপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্য শালবন পরিবহনের কোন বাস ছেড়ে যায়নি। কাউন্টারে গিয়ে দেখা যায় কাউন্টারে কোন লোক নেই। দুই এক জন যাত্রী ছাড়া তেমন কোনো লোক বাস কাউন্টারে চোখে পড়েনি। নাম প্রকাশের অনিচ্ছুক এক যাত্রী বলেন আমি ময়মনসিংহ যাইতে চাইছিলাম কিন্তু হরতালের কারণে বাস বন্ধ । নান্দাইলের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় অটোরিকশা, সিএনজি, রিকশা এবং ব্যক্তি মালিকানাধীন কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। পুলিশের টহল জোরদার ছিল।
জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কটোর অবস্থানে ছিল।
মোজ্জেমপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান করতে দেখা যায়। এছাড়া হরতালের কারণে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ রোডে বি আর টি সি দুই একটি চলাচল করতে দেখা গেছে।