মোঃলিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নাফ পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্কিং করা ছিল। সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুনের ঘটনা ঘটলে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তার ঘটনাস্থলে এসে আগুন নিভায়।
এবিষয়ে আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হয়নি। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
শিরোনামঃ
নোটিশঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারো পার্কিং করা বাসে আগুন
- Reporter Name
- Update Time : ০৭:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- ১০৫ Time View
Tag :
Popular Post