
নাজির খান- নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি◾
নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নতুন ঠিকাদারি লাইসেন্স বিতরণ অনুষ্ঠান। বুধবার সকাল ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ হোসনেয়ারা বেগম এবং সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহারিয়া পারভেজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় নতুন লাইসেন্স প্রদান অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৯৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে লাইসেন্স প্রদান করা হয়।
লাইসেন্সপ্রাপ্তদের মধ্যে প্রথম বক্তব্য রাখেন মোঃ আলী আজগর। তিনি বলেন, “বিগত ১৬ বছর ধরে সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ ছিল না। আজ জেলা প্রশাসক মহোদয়ের সরাসরি উপস্থিতিতে লাইসেন্স হাতে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। ইনশাআল্লাহ, সামনে ভালো কিছু করে দেখাব।”
এরপর মোঃ মোস্তফা কালাম (রুবেল এন্টারপ্রাইজ) বলেন, “এমন সুন্দর পরিবেশে লাইসেন্স পেয়ে আমরা খুবই খুশি। ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে।”
তৃতীয় বক্তা হিসেবে মোঃ ফারুক হোসেন (এসএম কনস্ট্রাকশন, দেলোয়ার তৃতীয় তলা, নারায়ণগঞ্জ) বলেন, “গত ১৭ বছর ধরে বাইরের ঠিকাদাররাই এখানে কাজ করেছে। আমাদের কোনও সুযোগ ছিল না। আজ জেলা প্রশাসকের নেতৃত্বে স্থানীয়দের লাইসেন্স প্রদান একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।”
পুরাতন ঠিকাদারদের মধ্যে মোঃ নুরুল আমিন দিপু বলেন, “আমি ৩৫ বছর ধরে এ পেশায় আছি। কিন্তু গত ১৬ বছর ধরে রাজনৈতিক প্রভাবে কাজ থেকে বঞ্চিত ছিলাম। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যারা অবৈধভাবে কাজ করেছে তাদের বাতিল করে নতুনদের সুযোগ দিন।”
সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “লাইসেন্সপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানাই। নারায়ণগঞ্জ জেলার উন্নয়নে সকলে মিলে ভালো কাজ করতে হবে। গুণগত মান ঠিক রেখে কাজ করতে হবে। ফুল দিয়ে আমাকে বরণ না করে বরং আশেপাশে বৃক্ষরোপণ করে শহরকে সুন্দর করে তুলুন।”
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের সামনে অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। পরে তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।