মোঃলিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড বিভিন্ন সড়ক মহাসড়ক মিলিয়ে ৩৫ টি স্থানে পুলিশের অবস্থা রয়েছে। এছাড়া ৪২ টি টহল টীম কাজ করছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সড়কের বিশৃঙ্খলা ও নাশকতা রোদে কাজ করছে।
এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেল আরো জানান, নাশকতার মামলায় টিপু সহ মোট ১১ জনকে গত ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, আজ সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটাতে না পারে সেজন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে তবে দূরপাল্লার পরিবহন কম চলাচল করায় যাত্রী কিছুটা ভোগান্তিতে পড়েছে।