
মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন বারোমারী মিশনে সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব’ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্তে শেরপুরের পুলিশ সুপার কার্যালয় এর সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন তীর্থোৎসব নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সকলে অবহিত করেন এবং সভায় উপস্থিত (জেলা প্রশাসন, সিভিল সার্জন, পল্লী বিদুৎ, ফায়ার সার্ভিস ও র্যাব-১৪’র) প্রতিনিধি সহ তীর্থোৎসব পরিচলনা কমিটির সাথে সার্বিক নিরাপত্তা বিষয়ে তাদের পক্ষে থেকে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সকলকে জেলা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ খোরশেদ আলম, ডিআইও-১ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ জেলা প্রশাসক, সিভিল সার্জন, পল্লী বিদুৎ, ফায়ার সার্ভিস ও র্যাব-১৪’র) প্রতিনিধি সহ তীর্থোৎসব পরিচালনা কমিটির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।