মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি:পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় তৈরী মদ সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।
জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সার্বিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আঃ সালাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৪/১০/২৩ খ্রিঃ তারিখ ভোর ০৫:১০ ঘটিকায় নন্নী গ্রামীণ ব্যাংক মোড় এলাকা হতে ২০ বোতল ROYEL STAG 750ml এবং ১০ বোতল MAGIC MOMENT 750ml ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার পূর্বক মাদক কারবারি ১। মোঃ সবুজ মিয়া (২৮), পিতা – মোঃ রফিকুল ইসলাম, সাং – চর শেরপুর নিজপাড়া, ২। নূর নবী (৩১), পিতা – মৃত আব্দুস সাত্তার, সাং- নলবাইদ কান্দাপাড়া ৩।মোঃ শফিকুল ইসলাম (৩৫) পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- ধোপাঘাট ব্রীজ সংলগ্ন, সর্বথানা- সদর, শেরপুরদেরকে
গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ১,২০০০০/- টাকা।
মাদক উদ্ধার ও মাদক কারবারি গ্রেফতার সংক্রান্তে নালিতাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আস্থা ও নির্ভরতায় শেরপুর জেলা পুলিশ থাকবে আপনার পাশে“তথ্য দিন সেবা নিন” তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।