বিপ্লব বিশ্বাস,ভ্রাম্যমান প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সুব্রত কুমার রায় নামে একজন সফল উদ্যোক্তা ,সাহসী ও পরিশ্রমী কৃষকের সন্ধান মিলে।কথা বলে জানা যায়,কৃষি নিয়ে আছে তার নানান রকমের স্বপ্ন।সুব্রত কুমার রায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা গ্রামে ২৫ শে ডিসেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন।তিনি ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এস,এস,সি ও বীর উত্তম শহীদ মাহমুদ সেনানিবাস,পার্বতীপুর দিনাজপুর থেকে ২০০৭ সালে এইচএসসি পাস করে কারমাইকেল কলেজ রংপুর থেকে ২০১২ সালে বিএসসি পাস করে ২০১৭ সালে রাজশাহী কলেজ থেকে বিপিএড পাশ করেন।তার পিতা:নারায়ণ চন্দ্র রায় ও মাতা:আলো রানি রায়।তারা পেশায় শিক্ষক এবং শিক্ষকতার পাশাপাশি তারাও কৃষি কাজে লিপ্ত থাকে।তারা বলেন মাটি আমাদের মা।মাটিকে আমরা অস্তিত্ব হিসেবে ধারন করেই নিজের কাজ নিজেরাই করার চেষ্টা করি।আমরা চাই আমাদের দাড়া দেশ উপকৃত হোক এবং দেশের দারা আমরা।
সুব্রত কুমার রায় ২০২১-২০২২ অর্থ বছরে তেল জাতীয় ফসলের (বারি সরিষা ১৪) উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নীলফামারী জেলার মধ্যে ৩য় স্থান অধিকার করেন এবং ২০২২-২০২৩ অর্থবছরে তিনি আবারো তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি এবং সম্প্রসারণে উল্লেখযোগ্য ভুমিকা রাখায় জেলা পর্যায়ে সফল কৃষক হিসেবে প্রথম স্থান অধিকার করেন।তার এই মহান উদ্যোগের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী এর উপ-পরিচালক ড.এস,এম,আবু বকর সাইফুল ইসলাম তাকে সনদ পত্র প্রদান করেন এবং তার মঙ্গল কামনা করেন।
তিনি অনেক পরিশ্রমের ফলে বীজ ডিলার তৈরি করতে সফল হোন এবং তা নিবন্ধন করেন।
বারি ১৪ জাত,কৃপাসিন্ধু ট্রেডাস,ডিমলা নীলফামারী নামে সরিষা বীজ বাজার জাত করেন।সুব্রত কুমার রায় বলেন,তাকে সবসময়ই পরামর্শ দিয়ে পাশে থেকেছেন উপ-সহকারি কৃষি অফিসার গৌর রায়।গৌর রায় সুব্রত কুমার রায় কে সর্বোচ্চ ভাবে সহযোগিতা করার ফলে তিনি আজ এই জায়গায় পৌছাতে পেরে জানান সুব্রত কুমার রায়।তিনি আরো বলেন তার এই উদ্যোক্তা হওয়ার পিছনে তার বাবা,মা সহ তার স্ত্রী পার্বতী রানী রায় এর ও ভুমিকা অপরিসীম।উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী বলেন,সুব্রত কুমার রায় একজন সফল উদ্যোক্তা।তিনি বাংলাদেশের কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।তার পাশে সবসময়ই আছি।
শিরোনামঃ
নোটিশঃ
নীলফামারীর ডিমলায় বিশ্ববিদ্যালয় পাশ করা স্নাতকোত্তর কৃষক
- Reporter Name
- Update Time : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- ২৫২ Time View
Tag :
Popular Post