মোঃ আমজাদ হোসেন,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও সরাষ্ট্র মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামসুল আলম দুদু।
পাঁচবিবি উপজেলার বড়মানিক ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রিজটি পাঁচবিবি শহরের সাথে ধরন্জী ও আয়মা রসূলপুর ইউনিয়নের প্রধান সেতু এই সেতুর উপর দিয়ে পার্শ্ববর্তী নওগাঁ জেলার মঙ্গলবাড়ি,ধামইরহাট সহ আশেপাশের জনগণের চলাচল করে।
৯ নভেম্বর বিকেলে ছোট যমুনা নদীর উপর ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে, বড়মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু,পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিহাদ মন্ডল,আয়মা রসূলপুর ইউনিয়নের চেয়াম্যান মামুনুর রাশীদ মিল্টন,পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল হক,পাঁচবিবি উপজেলা প্রকশলী আব্দুল কাইয়ুম,ধরন্জী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাজুর রহমান,সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও সরাষ্ট্র মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সামছুল আলম দুদু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং জনগনের কাছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট চান।