খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিভিন্ন ইউনিয়নের অধীনে সরকারি জায়গা দখল করে পাকা ঘর সহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ এর বিষয়ে তৎপর রয়েছে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
রবিবার সরজমিনে গেলে দেখা যায়, চাঁদখালী ইউনিয়নের প্রান কেন্দ্র চাঁদখালী বাজার এর সাথেই স্থানীয় চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এর উদ্যোগে প্রায় ১৬/১৭ লক্ষ টাকা ব্যায়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে পাবলিক টয়লেট। যেখানে মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা আলাদা রুম। ফলে বাজারে আগত বিভিন্ন শ্রেনী পেশার মহিলা ও পুরুষেরা সাচ্ছন্দ্যে সেটি ব্যবহার করতে পারছে। পাশাপাশি পাবলিক টয়লেট এর রাস্তাটি নিজস্ব অর্থায়নে করে দেন স্থানীয় চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস।
এদিকে নবনির্মিত পাবলিক টয়লেট সংলগ্নে সরকারি জায়গায় স্থানীয় দখলবাজ অবৈধ স্থাপনা করছে, এমন সংবাদ এর ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর দিকনির্দেশনা মোতাবেক নায়েব মোঃ কামরুল ইসলাম রবিবার দুপুর ২ টার দিকে উল্লেখিত অবৈধ স্থাপনা অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্য এস্নেয়ারা বেগম সহ ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে উচ্ছেদ করেন।
উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। পাশাপাশি উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা বলেন, সরকারি জায়গা দখল করে যাহারা অবৈধ স্থাপনা করছে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।