এম জালাল উদ্দীন,জেলা প্রতিনিধি,খুলনা: খুলনার পাইকগাছায় ইয়াবা ব্যবসায়ী’সহ পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪ টার দিকে এসআই সুজিত ঘোষ সহ সঙ্গীয় অফিসার ফোর্স উপজেলার গোলাবাড়ি ক্যাম্প এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কপিলমুনির বাবু মীর এর রেস্টুরেন্টের সামনে মেইন রোডের উপর সাতক্ষীরা জেলার কানাইদিয়া গ্রামের কোমর উদ্দিন গাজীর ছেলে মোঃ রহমত গাজী মাদক কেনাবেচা করছে। তাৎক্ষণিক বিষয়টি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে অবহিত করলে, তাহার দিকনির্দেশনা মোতাবেক উল্লেখিত ঘটনাস্থলে যেয়ে মোঃ রহমত গাজীর পরিহিত লুঙ্গির ডান কোচে সাদা একটি পলিথিনে মোড়ানো ২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৫ জন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।