খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার বোর্ড থেকে জুয়ার সরঞ্জামাদী ও নগদ অর্থ সহ ৫ জুয়াড়িকে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার সাড়ে ১১টার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক থানার সেকেন্ড অফিসার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে এসআই অমিত, এএসআই পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইসারআবাদ আশ্রয়ন প্রকল্প বাসিন্দা নেয়ামত সরদারের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান সরদার, হেমায়েত হাওলাদারের ছেলে মোহাম্মদ নাজমুল ইসলাম, ইব্রাহিম সরদারের ছেলে হাসান সদ্দার, আইয়ুব আলী গাজীর ছেলে মিল্টন ওরফে হেলাল গাজী, ও কিনু মল্লিকের ছেলে হালিম মল্লিক কে জুয়ার বোর্ড থেকে আটক করেছে। এসময়ে জুয়ার বোর্ড এর সরঞ্জামাদী ও নগদ ২৫৫০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। উল্লেখিত বিষয়ে উপরোক্ত আসামীদের নামে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অনেক দিন ধরে এই জুয়াড়ি চক্রদের নজরদারিতে রেখে, অবশেষে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধরতে সক্ষম হয়েছি এবং সকল আসামিদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।