এম জালাল উদ্দীন,জেলা প্রতিনিধি,খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফেদুরআবাদ গ্রামের প্রভাবশালী হিমাংশু সরকারের ছেলে হিরোনময় সরকার, সূর্যকান্ত সরকারের ছেলে হিমাংশু সরকার ও নরেন্দ্রনাথ বিশ্বাস এর ছেলে ধীরাজ বিশ্বাস গং কতৃক বিভিন্ন ধরনের হুমকির জেরে গরীব অসহায় রনজিৎ মন্ডল এর থানায় অভিযোগ।
থানায় অভিযোগ ও প্রাপ্ত সূত্রে জানা গেছে, চাঁদখালী ইউনিয়নের ফেদুরআবাদ গ্রামের বিবাদী হিরোনময় গংদের সাথে বাদী রনজিৎ মন্ডল এর পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলমান থাকায়, কারনে অকারণে বাদী রনজিৎ মন্ডল ও তার স্ত্রী ঝর্ণা মন্ডল সহ তাদের স্কুল পড়ুয়া সন্তানদেরকে প্রতিনিয়ত গালিগালাজ ও খুন জখমের হুমকি দিয়ে আসছে। সেজন্য উপরোক্ত বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দের জানালে তাহারাও উভয়ের মধ্যেকার বিষয়টি নিষ্পত্তি করতে চাইলেও বিবাদী হিরোনময় গং সেটি না করে উল্টো তাদের ও বাদী রনজিৎ মন্ডল এর উপর খুন জখমের হুমকি প্রদর্শন করে।
এমতাবস্থায় গত ইং- ১৩/১০/২০২৩ তারিখ দুপুর দেড় টার দিকে বিবাদী হিরোনময় গং রা পূর্ব শত্রুতার জের ধরে বে-আইনী জনতাবদ্ধে হাতে দা, লাঠি,শাবল সহ লোহার রড নিয়ে বাদী রনজিৎ মন্ডল এর বসত বাড়ির সামনে এসে রনজিৎ মন্ডল ও তার স্ত্রী ঝর্ণা মন্ডল সহ পরিবারের লোকদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে, রনজিৎ মন্ডল ও তার স্ত্রী ঝর্ণা মন্ডল বিবাদী হিরোনময় গং দের কথার প্রতিবাদ করলে হিরোনময় গং রা রনজিৎ মন্ডল এর স্ত্রী ঝর্ণা মন্ডল কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে সামাজিক মান ইজ্জত ক্ষুন্ন করে ও মারপিট করতে উদ্যৎ হয়। এবং বাদী রনজিৎ মন্ডল এর পরিবারের সদস্যদের খুন করিয়া লাশ নদীতে ভাসায় দিবে বলে স্থান ত্যাগ করে। এছাড়াও বিবাদী হিরোনময় গং রা বাদী রনজিৎ মন্ডল এর মোবাইলে ফোনে বিভিন্ন সময় নানান ধরনের হমকি দেওয়ার কল রেকর্ড রয়েছে মর্মে থানায় করা অভিযোগে উল্লেখ করেন।
এবিষয়ে উক্ত অভিযোগ এর তদন্তকারি কর্মকর্তা এসআই শাহীনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।