খুলনা প্রতিনিধিঃখুলনার পাইকগাছায় পুলিশের গাড়ীতে বোমা হামলার মামলায় আরো ২ জন কে আটক করেছে থানা পুলিশ- এনিয়ে উপরোক্ত মামলায় আটক মোট ৭ জন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত শেখ নুরুল ইসলাম ছেলে শেখ জিয়াউল ইসলাম (৪২) ও একি রাতে উত্তর সলুয়া গ্রামের খায়রুল ইসলাম এর ছেলে মোঃ গোলাম রাব্বানী (৪০), কে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে উভয়-কে আদালতে সোর্পদ করা হয়েছে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গত রোববার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এসময়ে দুই জন পুলিশ সদস্য আহত হয়। ফলে রাতেই ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনের নামে থানায় মামলা হয়, মামলা- ৩১। উপরে উল্লেখিত আসামিদের উক্ত মামলায় আটক করা হয়েছে। পাশাপাশি উপরোক্ত মামলায় গত তিন দিনে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, নাশকতা মামলার আসামিদের গ্রেফতার পূর্বক বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।