খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় চলতি বছরের শারদীয়া দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা দিতে মাঠে নামছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার সকালে আনসার বাহিনীর উপজেলা কার্যালয়ে খুলনা থেকে আগত আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, পাইকগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন এবং উপজেলা প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন উপস্থিত থেকে পূজা মণ্ডপের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন বলেন, এ বছর পাইকগাছাতে ১৫৫টি পূজা মণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৬৮০ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে ৩৭০ জন পুরুষ এবং ৩১০ জন মহিলা। গুরুত্ব বিবেচনায় প্রতিটি মণ্ডপে চার, ছয় ও আট জন করে দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপনে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি’র সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি জানান।