
খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় মেসার্স এস এম বি ব্রিকস’র নতুন বছরের ইট তৈরির লক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় পাইকগাছার কাটাঁখালী গ্রামে অবস্থিত মেসার্স এস এম বি ব্রিকস এর স্বত্বাধিকারী এস এম নাজমুল হুদা (মিথুন) এর সার্বিক তত্বাবধানে উক্ত ব্রিকস’র নতুন বছরের ইট পোড়ানোর উদ্বোধন করা হয়।
আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর আম্মা মোছাঃ রানুয়ারা বেগম, ও ছোটভাই এস এম তাশরীফ আহমেদ। এসময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার দেবেন্দ্রনাথ মন্ডল, শিবপদ মন্ডল, জি এম বাপ্পি, জি এম আছাবুর রহমান,এস এম সম্রাট, মোঃ আজিজুল ইসলাম, মোঃ জিয়ারুল ইসলাম, মোঃ জুয়েলফিকার আলী ভূট্ট, মোঃ শাহীন গাজী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আয়োজিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার একদল তলবে এলেম।